
ডেস্ক: গোটা ভারতজুড়ে বিতর্ক ও নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে ভারতীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের ‘এ’ ক্যাটাগরির ছাড়পত্র পেল অভিষেক চুবের সিনেমা ‘উড়তা পাঞ্জাব’। তবে ছবিটিকে হলে প্রদর্শনের আগে এর থেকে কর্তন করতে হবে মোট ১৩টি অংশ।
সেন্সর বোর্ড প্রথমে নির্দেশ দিয়েছিল ছবিটির ৮৯টি অংশ বাদ দেওয়ার। এমনকি ছবির নাম থেকে ‘পাঞ্জাব’ শব্দটি বাদ দিতেও বলা হয়েছিল!
সেন্সর বোর্ড ছবিটিকে আটকে দেয়ার পর বোর্ডকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ‘উড়তা পাঞ্জাব’-এর প্রযোজক অনুরাগ কাশ্যপ। আর প্রথম শুনানিতে বিচারকদের বেশ তোপের মুখে পড়েছিলেন সেন্সর বোর্ড প্রধান। সোমবার আদালত এ বিষয়ে রায় দেবেন। কিন্তু রায়ের আগেই বড় সাফল্য পেল ‘উড়তা পাঞ্জাব’।
সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালানি জানান, ‘সেন্সরের কাজ শেষ হয়েছে৷ আমরা কিছু শর্তে ছাড়পত্র দিয়েছি। এবার প্রযোজক চাইলে আদালতে যেতে পারেন। আদালত যা রায় দেবেন, আমরা তা অনুসরণ করব।’
ছবিতে মাদকের ব্যাপক ব্যবহার নিয়ে আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। তাদের দাবি ছিল, ছবিতে দেখানোর চেষ্টা করা হয়েছে পাঞ্জাবের সব তরুণ মাদকাসক্ত। এতে পাঞ্জাবের ভাবমূর্তি নষ্ট হবে। তাই ছবির নাম থেকে ‘পাঞ্জাব’ শব্দ ও ছবির প্রেক্ষাপট থেকে পাঞ্জাবকে মুছে ফেলারও পরামর্শ দেওয়া হয়েছিল।
শহিদ কাপুর, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, দিলজিৎ দোশাঞ্জ অভিনীত ছবিটি আগামী ১৭ জুন মুক্তি পাবে।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস