
ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার সকাল ১০টা ৩০ মিনিটে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফল হস্তান্তর করেন।
এবার এইচএসসি ও সমমানের ফলে সারা দেশে পাসের হার শতকরা ৭৪.৭০ ভাগ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে মোট ৫৮ হাজার ২৭৬ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৪.৪৯ ভাগ, দিনাজপুরে ৭০.৬৪ ভাগ, রাজশাহীতে পাসের হার ৭৫.৪০ ভাগ।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী।
ফলাফল পাওয়া যাবে ওয়েবসাইটেও (www.educationboardresults.gov.bd)। দুপুর ২টার পর নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে, মোবাইল এসএমএস এবং শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব সাইটে ফলাফল প্রকাশ করা হবে।
এছাড়াও ফল জানতে-
এক. HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
দুই. আলিমের ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
তিন. এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় জুন মাসে। এ বছর দেশের আটটি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন।
প্রতিবেদন: মাহতাব শফি, সম্পাদনা: সাইফুল ইসলাম