Tuesday, June 28th, 2016
এই গরমে ঈদের পোশাক কেমন হবে
June 28th, 2016 at 1:11 pm
এই গরমে ঈদের পোশাক কেমন হবে

ডেস্ক: এবার রমজানের ঈদ হচ্ছে খুব অস্বস্থিকর ভ্যাপসা গরমের মধ্যে। তাই অনেকেই ভাবছেন সব কিছু মিলিয়ে এবার ঈদের পোশাক হওয়া চাই একটু ক্যাজুয়াল। ভাবছেন কি ধরনের পোশাক পরা যেতে পারে এই ঈদে। আসলে ঈদের সময়টায় ক্যাজুয়াল পোশাক-আশাক নির্ভর করবে আপনার রুচি ও শারীরিক গঠন এবং বয়সের উপর।

এবার ঈদ যেহেতু গরমে তাই পোশাক হিসেবে এবার আরামদায়ক কাপড় ও ঢিলেঢালা কাটই বেশি নজরে আসছে। এই সময়ে ফ্যাশন করতে পছন্দ করেন এমন টিনেজরা ফিটিং টিউনিক টপস, কাফতান, স্টাইলিশ কুর্তা বেছে নিতে পারেন অনায়াসেই।

অন্যদিকে এসব পোশাকই আবার অনায়াসে মানিয়ে যাবে ত্রিশের কোটায় আছেন এমন নারীকে। তবে এ ক্ষেত্রে কাট ও নকশায় কিছুটা পরিবর্তন আসবে। ছোট কাফতান না পরে একটু লম্বা কাফতান বেছে নিলেই ভালো লাগবে। টপসের রং গাঢ় না হলেই মানিয়ে যাবে বয়স ও ব্যক্তিত্বের সঙ্গে।

আর ওভার সাইজড ফ্যাশন এখন তুঙ্গে, তাই অনায়াসেই ব্যবহার করতে পারেন একটু বেশি লেন্থের স্টেকাটার টপসও। এক লেয়ারের ফ্যাশন করতে গেলে অবশ্যই বটমটাও হতে হবে মানানসই। গরমে পরার জন্য সবচেয়ে মানানসই হবে নিট, সুতি ও লিলেন কাপড়ের তৈরি পোশাক। কেউ লেয়ারিং ফ্যাশন পছন্দ করলে ব্যবহার করতে পারেন টপস বা ইনারের উপর হালকা একটি সামার জ্যাকেট।

স্লিভলেস ছাড়াও এসময়ে ম্যাগি হাতা এবং থ্রি-কোয়ার্টার হাতার পোশাকে লাগবে ফুরফুরে। গরমে নজরকাড়া উপস্থাপনার জন্য সাধারণ কুর্তি বা টপসে ফ্রিল ব্যবহার বেশ চলছে। এদিকে টপসের দৈর্ঘ্য আগের তুলনায় বেড়েছে। দেশীয় উপাদানের সঙ্গে ওয়েস্টার্ন কাট যুক্ত হয়েছে। আগে শর্ট টপসের প্রচলন বেশি থাকলেও এখন হাঁটু সমান বা তার থেকে লম্বা টপসের প্রচলন বেশি দেখা যায়। আবার ঢিলেঢালা টপসের পাশাপাশি একটু চাপা ধরনের টপসের চাহিদাও রয়েছে।

এবছরেও থাকবে নেটের ট্রেন্ড। নেটের পোশাকের ক্ষেত্রে কালো রঙই বেশি জনপ্রিয়। এক্ষেত্রে পার্পেল, সাদা কিংবা ধূসর রঙও বেছে নিতে পারেন। যা আপনার ঈদকে আরো বেশি প্রাণবন্ত করে তুলবে।

নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই


সর্বশেষ

আরও খবর

বড়দিনের আনন্দ আয়োজন: উদ্যোক্তা হাট ২০২০

বড়দিনের আনন্দ আয়োজন: উদ্যোক্তা হাট ২০২০


সৌন্দর্যসেবায় আয় কমেছে সবার: বেকার ৪০ শতাংশ উদ্যোক্তা-কর্মী

সৌন্দর্যসেবায় আয় কমেছে সবার: বেকার ৪০ শতাংশ উদ্যোক্তা-কর্মী


নতুন মোটরসাইকেল পাচ্ছেন ভাইরাল ফারহানা!

নতুন মোটরসাইকেল পাচ্ছেন ভাইরাল ফারহানা!


নিউ নরমাল: শহরজুড়ে শ্রাবণ ধারা

নিউ নরমাল: শহরজুড়ে শ্রাবণ ধারা


মুক্তচিন্তা প্রকাশের ভীতি কাটাবে লিট ফেস্ট!

মুক্তচিন্তা প্রকাশের ভীতি কাটাবে লিট ফেস্ট!


ঐতিহ্যকে লালন করছে দোয়েল চত্ত্বরের শো-পিস মার্কেট

ঐতিহ্যকে লালন করছে দোয়েল চত্ত্বরের শো-পিস মার্কেট


জেনে নিন কলার গুণাগুণ

জেনে নিন কলার গুণাগুণ


জেনে নিন কিডনি সুস্থ রাখার ৫ উপায়

জেনে নিন কিডনি সুস্থ রাখার ৫ উপায়


রোজাদারদের জন্য কিছু পরামর্শ

রোজাদারদের জন্য কিছু পরামর্শ


নতুন ঢাকাতেও জনপ্রিয় বাকরখানি

নতুন ঢাকাতেও জনপ্রিয় বাকরখানি