
ঢাকা:
পাশ করলেন আসিফ নূর। তবে এ পাশ কোন চাকরির ইন্টারভিউ কিংবা খাতা কলমে কোন পরীক্ষার পাশ নয়। এ পাশ নবাগত নায়ক হিসাবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়ার পরীক্ষায় পাশ।
শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে এস এ হক অলিক পরিচালিত নবাগত আসিফ নূর – মডেল আইরিন সুলতানার প্রথম জুটির ছবি ‘এক পৃথিবী প্রেম’। এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষিক্ত হলো নবাগত অভিনেতা আসিফ নূরের। আর তাই ক্যারিয়ারের প্রথম সিনেমা মুক্তিতে দর্শকদের উচ্ছ্বাস কেমন তা দেখার জন্য নায়ক-নায়িকা সহ ছবির নির্মাতা বেশ কয়েকটি সিনেমা হলে হাজির হয়েছিলেন।
নিউ গুলশান (জিঞ্জিরা), বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স (ঢাকা), চিত্রামহল (ঢাকা), বলাকা (ঢাকা) সিনেমা হলগুলোতে যান আসিফ-আইরিন। আর তখনই দর্শকদের এমন মন্তব্য করতে শোনা যায়।
নিজের প্রথম ছবি মুক্তি, দর্শকদের কাছে এত সহজেই নিজের গ্রহণযোগ্যতার পরিচয় এ বিষয়ে নবাগত আসিফ নূর নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘জীবনের প্রথমবার নায়ক হিসেবে দর্শকদের সঙ্গে সিনেমা দেখলাম। এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি। সত্যি প্রথম ছবিতেই দর্শক আমাকে এভাবে গ্রহণ করবে তা বুঝতে পারিনি। দর্শকরাই তো শিল্পী তৈরি করেন। আর দর্শকদের এমন উচ্ছ্বসিত দেখে নিজেকে আজ অনেক ভাগ্যবান মনে হচ্ছে।’
তিনি বলেন, ‘ছবি মুক্তির পর থেকেই কাকরাইলে আমার ছবির পরিচালকের কাছে ফোন আসতে থাকে। সবারই একই কথা বেশ ভালো করেছে আসিফ। নতুন হিসাবে কোন কিছুতে ভুল নেই বললেই চলে। ঢাকাই সিনেমা আরো একটি হিরো পেতে যাচ্ছে। কথা গুলো শোনার পর সত্যি আমার কাজ করার ইচ্ছাটা আরো বেড়ে গেল।’
শুক্রবার সারা দেশের ৪২টি হলে মুক্তি পেয়েছে ‘এক পৃথিবী প্রেম’ সিনেমাটি। ঢাকাই চলচ্চিত্রে প্রতি বছরই নতুন নতুন অভিনেতা-অভিনেত্রীর আগমন ঘটে। এ তালিকায় এ বছর যুক্ত হয়েছেন নবাগত চিত্রনায়ক আসিফ নূর। আর শুরুতেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণদের জীবন-যাপন ও তাদের অনুভূতিই ছবিটির গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। এর পাশাপাশি থাকছে নতুন প্রজন্মের প্রেম। ছবিটিতে আরো অভিনয় করেছেন হাসান ইমাম, আবুল হায়াত, এটিএম শামসুজ্জামান, আমিরুল হক চৌধুরী ও শর্মিলী আহমেদসহ অনেকে।
‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রে চিত্রনাট্যের পাশাপাশি ছয়টি গান লিখেছেন অলিক। বেশির ভাগ গানের সংগীতায়োজন করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, মিলন মাহমুদ ও পড়শি। এছাড়া হাবিব ওয়াহিদ ও হৃদয় খান নিজেদের সুর করা গানে কণ্ঠ দিয়েছেন।
প্রতিবেদক: আসিফ আলম, সম্পাদনা: ইয়াসিন