
আন্তর্জাতিক ডেস্ক: কুর্দি বংশদ্ভূত ডেনমার্কের এক তরুণীর মাথার দাম ১০ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি) ঘোষণা করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিন্ন ভিন্ন ভাষায় অনুবাদকৃত বিবৃতিতে এ ঘোষণা দেয় জঙ্গি এই সংগঠনটি।
মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ওই তরুণীর নাম জোয়ান্না পালানি (৩০)। তার বাবা এবং দাদা ছিলেন কুর্দি যোদ্ধা। উপসাগরীয় যুদ্ধের সময় জাতিসংঘের একটি শরণার্থী শিবিরে পালানির জন্ম হয়।
মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে কুর্দি সেনাদের হয়ে যুদ্ধ করেছেন তিনি। আর এ কারণে আইএস এ ঘোষণা দেয়।
পালানি বর্তমানে ডেনমার্কে রয়েছেন। সম্প্রতি ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে তাকে ৬ মাসের কারাদণ্ড দেয় ডেনমার্কের একটি আদালত।
২০১৫ সালের সেপ্টেম্বরে সংঘাতপূর্ণ মধ্যপ্রাচ্য ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে ডেনমার্ক। কারণ পালানির আগে বেশ কয়েকজন ডেনিশ তরুণ আইএসে যোগ দিতে কিংবা আইএসের বিরুদ্ধে লড়তে দেশ ছেড়েছিলো।
ডেনিশ কর্তৃপক্ষের ভাষ্যমতে, যেকোনো উদ্দেশ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য করে উঠতি বয়সীদের মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে যাওয়াটা তাদের নিজেদের জন্যই বিপদজনক।
গ্রন্থনা: রাকিব