
বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং পারফেকশনিস্ট খ্যাত আমির খান। যশ রাজ ফিল্মস-এর পরবর্তী প্রকল্প ‘থাগ’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের। ‘ধুম থ্রি’ পরিচালক ভিজায় কৃষ্ণা আচারিয়া পরিচালনা করবেন সিনেমাটি।
এরমধ্যেই এ ব্যাপারে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন হয়েছে। যদিও সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য আরেক ‘ধুম’ অভিনেতা হৃত্বিক রোশানের কাছেই প্রথমে ধর্না দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু গল্প পছন্দ না হওয়ায় ‘থাগ’-এ অভিনয় করতে রাজি হননি তিনি।
হৃতিকের কাছে ব্যর্থ হয়ে, গোড়া থেকে শুরু করেন আচারিয়া, পাল্টে ফেলেন প্রায় পুরো চিত্রনাট্য। ধার করেন ফিলিপ মিডো টেইলর এর গল্প ‘থাগ’, যেখানে কাহিনী আবর্তিত হয় এক অপরাধীকে ঘিরে, যে জীবনের একটি পর্যায়ে এসে একে একে স্বীকার করতে শুরু করে তার সব অপরাধের কথা। পরিবর্তিত চিত্রনাট্য পড়েই নাকি চরিত্রটিতে অভিনয়ের জন্য উৎসাহী হয়ে ওঠেন আমির খান।
দর্শকদের উত্তেজনার পারদে আরো তা দিতে আপাতত সিনেমাটি নিয়ে কোনরকম মুখ খোলাই নাকি বারণ সিনেমা সংশ্লিষ্টদের। সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ