একজনকে ‘পিটিয়ে’ হত্যা করেছে পুলিশ

রংপুর: রংপুরে পুলিশের বিরুদ্ধে রাজু মিয়া নামের এক ব্যক্তিকে ‘পিটিয়ে’ হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় এরশাদ নগরের বস্তি পাড়ার বাঁশঝাড়ে জুয়া খেলা চলছিলো।
খবর পেয়ে তারা সেখানে অভিযানে যায়। এসময় ধাওয়া খেয়ে অন্য জুয়াড়িরা পালিয়ে গেলেও ধরা পড়ে রাজু মিয়া।
পুলিশের দাবি, ধাওয়া খেয়ে পালাতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজু। তবে এলাকাবাসীর অভিযোগ, অন্য কাউকে না পেয়ে রাজু মিয়াকে পিটিয়ে হত্যা করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/আইকে/এসআই