
প্রীতম সাহা সুদীপ ও আশিক মাহমুদ, নারায়ণগঞ্জ: ফয়েজা খাতুন, বয়স ৯৩ বছর। একা হাঠতে পারেন না। তাই তাকে দুই জন ধরে নিয়ে এসেছে ভোটকেন্দ্রে।
ফয়েজা খাতুন নারায়ণগঞ্জের ১০ নং ওয়ার্ডের বাসীন্দা। ভোট দিতে আসার পথে কথা হয় তার সাথে। জানেত চাওয়া হয় কেন এতো কষ্ট করে ভোট দিতে এসেছেন?
এমন প্রশ্নের জবাবে ফয়েজা খাতুন নিউজনেক্সবিডি ডটকম’কে বলেন, ‘আমি বিটিশ আমলের লোক। ভোট দিতে ভালো লাগে। আর একটা ভোট কি হ্যালান (ফেলে দেয়া) যায়। কষ্ট করে ভোটটা দিলে ভালো কেউ পাশ করবে। দেশের উন্নতি হবে।’
কথা হয় ১০নং ওয়ার্ডের ধনকুন্ডা পাইলট হাই স্কুলে ভোট দিতে আসা জাবিরুন নেছার সঙ্গে, তার বয়সও ৯০ বছর। হাটতে পারেন না তিনিও। তাকেউ দুই জন ধরে নিয়ে এসেছেন ভোট কেন্দ্রে। তার কাছেও জনাতে চাওয়া হয় কেন এতো কষ্ট করে ভোট দিতে এসেছেন।
উত্তরে জাবিরুন নেছা নিউজনেক্সবিডি ডটকম’কে বলেন, ‘আইছি একটা ভোটের তো মূল্য আছে। একটা ভোটেও তো পাশ ফেল হয়। আমি আমার ভোট দিতে পেরেছি। ভোট দিতে পেরে ভালো লাগছে।’
সম্পাদনা: সজিব ঘোষ