Tuesday, July 19th, 2016
একটি কবিতা ও আর্টিজেন বেকারি
July 19th, 2016 at 2:40 am
একটি কবিতা ও আর্টিজেন বেকারি

তুহিন দাস: গত ১ জুলাই শুক্রবার বিকেল ৪.৩০, জনাব আওলাদ হোসেনের স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেন বাংলাদেশের ঢাকার গুলশানের লেকভিউ ক্লিনিকে। এ আনন্দ উদযাপন করার আগেই রাত ৮.৩০ এ পাশের রেস্টুরেন্ট আর্টিজেন বেকারিতে জঙ্গীরা বিদেশীদের জিম্মি করে ও কুড়িজনকে নিমর্মভাবে জবাই করে। তারা আটকা পড়েন ক্লিনিকে, মেঝেতে শুয়ে টের পান বুলেট এসে লাগছে বাইরের দেয়ালে ক্রমাগত, কেঁপে উঠছে গ্রেনেডের শব্দে। পরদিন ১০ মিনিটের সেনা কমান্ডো অভিযানে ৬ হামলাকারী মারা পড়লে ১৪ ঘন্টার বন্দীদশা থেকে তারাও বেরিয়ে আসেন বাড়ির পথে। তখন তাদের কাছে অনুভূতি ছিল নতুন জন্মের মতো, নতুন জীবন পাওয়ার মতো। কিন্তু ততক্ষণে ২০ জনকে হত্যা করে ফেলেছে আইএস সমর্থিত জঙ্গীরা।

আর্টিজেন বেকারি, গুলশান

নতুন জন্মানো মেয়েশিশু
তোমার নাম হতে পারে মুক্তি বা বিপ্লব,
শুয়ে আছ তুমি ক্লিনিকে, আজ তোমার জন্ম হয়েছে, পাশে আর্টিজেন,
জঙ্গীরা বানায় সেখানে আরেকটা অরল্যান্ডো-ঢাকা-গুলশান,
তোমার বাবা শুয়ে আছে মেঝেতে, ক্লিনিকের দেয়ালে এসে লাগে গুলি
আর গ্রেনেডের শব্দে কেঁপে ওঠে তোমার মা,
তোমার নাম হতে পারে মুক্তি বা বিপ্লব,
পাশে আর্টিজেন, একে একে তারা জবাই করে কুড়িজন বিদেশীকে,
পরদিন কমান্ডো ঢোকে, পরিষ্কার হয় সভ্যতার আগাছা,
তোমার বাবা-মাও বেরিয়ে আসেন ক্লিনিক থেকে তোমার মত
নতুন জন্মের স্বাদ নিয়ে, ঐ যে ফিরে যাচ্ছে আর্মড কার
রাজপথে শব্দ তুলে নিজ গন্তব্যে,
সৈন্যদের পেছনে ঝুলানো অলস আগ্নেয়াস্ত্র,
আমাদের পৃথিবীতে আবার শান্তি ফিরে আসছে।


তুহিন দাস (কবি ও সাহিত্যিক)
প্রচ্ছদ ছবি: ডেইলি স্টার
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে


সর্বশেষ

আরও খবর

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস


করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা

করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা


পাথর সময় ও অচেনা বৈশাখ

পাথর সময় ও অচেনা বৈশাখ


৭২-এর ঝর্ণাধারা

৭২-এর ঝর্ণাধারা


বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’

বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’


নাচ ধারাপাত নাচ!

নাচ ধারাপাত নাচ!


ক্রোকোডাইল ফার্ম

ক্রোকোডাইল ফার্ম


সামার অফ সানশাইন

সামার অফ সানশাইন


মুক্তিযুদ্ধে যোগদান

মুক্তিযুদ্ধে যোগদান


স্বাধীনতার ঘোষণা ও অস্থায়ী সরকার গঠন

স্বাধীনতার ঘোষণা ও অস্থায়ী সরকার গঠন