
চট্টগ্রাম: উদীচী শিল্প গোষ্ঠির এক’শ ছবি’র প্রদর্শনীতে উঠে এসেছে নয় মাসের মুক্তিযুদ্ধ ও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জম্ম ইতিহাস।
চট্টগ্রামের চেরাগী পাহাড়ে দৈনিক আজাদী চত্বরে শুক্রবার মহান বিজয়দিবসে আয়োজন করা হয়েছে দিনব্যাপি এই প্রদর্শনীর।
এই প্রদর্শনীতে স্থান পেয়েছে, স্বাধীন বাংলাদেশে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা দৈনিক আজাদীর প্রথম সংখ্যা। লাল রংএর ছাপায় ওই পত্রিকাটির শিরোনাম ছিলো ’বাংলাদেশ দখলদার পাক সেনাবাহিনীর আত্মসমর্পন।
এই প্রদর্শনীতে স্বাধীনতা সময়কাল, তার আগের প্রস্তুতি, মুক্তিযুদ্ধকালে বিশ্ব প্রতিক্রিয়া এবং স্বাধীন বাংলাদেশে জম্মমুহূর্তের বিভিন্ন আলোকচিত্র, লেখা এবং বিশ্বের প্রধান প্রধান সংবাদপত্রে সেই সময়কার প্রকাশিত সংবাদ ও আলোকচিত্র স্থান পেয়েছে।
প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের স্বাধীন বাংলাদেশে
পদার্পণের আবেগঘন ছবি, পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে আগমনের মূহূর্তের কিছু ছবি তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে।
বিদেশের মাটিতে মুক্তিযুদ্ধের সমর্থনে চলা কনসার্টসহ অনান্য কর্মসূচির সচিত্র তথ্য জানা যাবে উদিচীর এই আয়োজনে।
মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের দোসরদের চালানো গণহত্যা, ধর্ষণের নিখুত চিত্রও তুলে ধরা হয়েছে যা প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।
চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমীর হোসেন জানান, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানীরা আসলে কি পরিমান নৃশংসতা চালিয়েছে তা প্রত্যক্ষদর্শিরা ছাড়া উপলদ্ধি করতে পারবেনা, কিন্তু উদীচীর এই প্রদর্শনীতে আসলে নতুন প্রজম্ম সেই নৃশংসতা সম্পর্কে ধারণা পাবে, একটি স্বাধীন দেশ অর্জন করতে কত বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে।
আবুল কাসেম নামের একজন রিক্সাচালক প্রদর্শনীটি দেখে জানালেন, এই ছবিগুলো দেখে মুক্তিযুদ্ধের সময়কার সার্বিক চিত্র সম্পর্কে ধারনা পাওয়া গেলো, সারা পৃথীবিই ছিলো স্বাধীন বাংলাদেশের পক্ষে।
প্রদর্শনীটির আয়োজক উদীচী শিল্পী গোষ্ঠি চট্টগ্রাম জেলার সহসম্পাদক জয় সেন জানিয়েছেন, চট্টগ্রামের দৈনিক আজাদী ও ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরের সহায়তায় গত ১৫ বছর ধরে মুক্তিযুদ্ধের উপর এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
প্রতি বছর চট্টগ্রামের চেরাগী পাহাড়ের দৈনিক আজাদী চত্বরে ১৬ডিসেম্বরে বিজয় দিবসে একশ আলোকচিত্র নিয়ে প্রদর্শনীটির আয়োজন করা হয়. চট্টগ্রামের ন্যায় দেশের আনান্য অঞ্চলে উদীচির এই প্রদর্শনী চলে বলেও জানান তিনি।
প্রতিবেদন: সালেহ নোমান, সম্পাদনা: মাহতাব শফি