
ডেস্ক: ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড সুপারস্টার আনুশকা শর্মার প্রেমের খবর বেশ পুরনো। তাদের প্রেম নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলার প্রবণতাও বেশ প্রসিদ্ধ। দুজনের সম্পর্ক একবার ভালো হয়, তো একবার খারাপ। তবে আলোচিত এই প্রেমিক জুটি ঝগড়া-বিবাদ মিটিয়ে কয়েক মাস আগেই একত্র হয়েছেন। এবার দুজনকে দেখা গেলো একসঙ্গে।
রোববার গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে আইএসএলের ম্যাচে পাশাপাশি বসে থাকতে দেখা যায় কোহলি-আনুশকা জুটিকে। এফসি গোয়া ও দিল্লি ডায়নামাইজ এফসির ম্যাচ উপভোগ করেছেন এই জুটি। আইএসএলে গোয়া দলের মালিকানা রয়েছে কোহলির। এফসি গোয়ার জার্সি পরা কোহলিকে দেখা যায় আনুশকাকে সঙ্গে নিয়ে দলের হয়ে গলা ফাটাতে।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। আর আনুশকার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটিও বেশ ভাল ব্যাবসা করছে। তাই দুজনেই বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল স্টেডিয়ামে।
গ্রন্থনা: তুহিন