
ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার ঘটনা প্রসঙ্গে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছেন, সেই দেশি ও আন্তর্জাতিক চক্রই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের প্রতিশোধ নিয়েছে, বঙ্গবন্ধুকে হত্যা করে।’
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বক্তব্যকালে প্রধানমন্ত্রী ১৯৭৫ সালের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।
প্রধানমন্ত্রী জানান, খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সরকার সব সময় চেষ্টা করেছে, তিনি আর শেখ রেহানা যাতে দেশে ফিরতে না পারে। তবে জিয়াউর রহমান বহুবার তার সঙ্গে দেখা করতে চেয়েছেন। তিনি জিয়াকে ‘খুনী’ আখ্যা দিয়ে তার সাথে দেখা করতে চাননি।
বঙ্গবন্ধু হত্যার পর তার জীবিত পরিজনদের ওপর নিষ্ঠুর মানুষিক অত্যাচার চালানোর কথাও তুলে ধরেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘৩০ জুলাই ১৯৭৫ যখন বাংলাদেশ ছেড়ে যাই, তখন শেখ কামাল, জামাল, রাসেল- সবাই সেদিন তেজগাঁও বিমান বন্দরে ছিলো। যেদিন ফিরে এলাম ১৯৮১ সালের ১৭ মে সেদিন, আমার পরিবারের কেউ ছিলো না। ছিলো লাখ লাখ জনতা। আমি তাদের মাঝেই আমার হারানো বাবা-মা, ভাইকে খুঁজেছি।’
প্রতিবেদন: শরীফ খিয়াম, সম্পাদনা: সজিব ঘোষ