একাদশ শ্রেণিতে ভর্তির পরবর্তী সময়সূচি

ঢাকা: ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির পরবর্তী সময়সূচি ঘোষণা করা হয়েছে। একাদশ শ্রেণিতে প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তির সময়সীমা আগামী ২৫ জুন থেকে ২৭ জুন, দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে ভর্তির তারিখ ২৮ থেকে ৩০ জুন এবং বিলম্ব ফিসহ ভর্তির তারিখ ১০ জুলাই থেকে ২০ জুলাই নির্ধারণ করা হয়েছে।
বিলম্ব ফিসহ আসন শূন্য থাকা সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে। যেসব শিক্ষার্থী অনলাইনে বা এসএমএসের মাধ্যমে আবেদন করে নাই বা নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হবে না তাদের উন্মুক্তভাবে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত ও তারিখ পরবর্তীতে জানানো হবে।
নিউজেনেক্সটবিডি ডটকম/এসকে/জাই