এক্সপ্রেসওয়ের একাংশের কাজ শেষ হবে ১৮’তে

ঢাকা: আগামী নভেম্বরেই শুরু হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুপার স্ট্রাকচারের কাজ। এর মধ্যে বিমানবন্দর এলাকার কাওলা থেকে কমলাপুর পর্যন্ত অংশের কাজ শেষ হবে ২০১৮ সালের মধ্যে।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পিতবার এ তথ্য জানান। বনানীর সেতু ভবনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইটাল থাই কোম্পানির প্রেসিডেন্ট প্রেমচাই কর্ণসূতার সাথে সভাশেষে মন্ত্রী এ নিয়ে কথা বলেন।
খবর সরকারি তথ্য বিবরণীর। মন্ত্রী বলেন, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুপার স্ট্রাকচারের কাজ শেষ হলে ঢাকার যানজট কমবে এবং জনগণ সময়মত তাদের কাঙ্খিত স্থানে পৌঁছতে পারবে।’
এর আগে সভায় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রকল্প পরিচালক কাজী মো. ফেরদৌস উপস্থিত ছিলেন।
প্রতিবেদন: শরীফ খিয়াম, সম্পাদনা: জাহিদুল ইসলাম