
নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সট বিডি ডট কম
মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। আজ সকালে পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাসটি নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস মাদারীপুরের শিবচরের পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় দুমড়ে মুচড়ে যায় বাসটি। সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৪ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়।
এই দুর্ঘটনা থেকে অক্ষত অবস্থায় বেঁচে যাওয়া আনোয়ারা নামের এক নারী বলেন, চালকের বাম পাশের আসনে বসেছিলাম, আমার ছেলে আমার কোলে ছিল। বাসের বাম পাশের টায়ার পাংচার হয়ে যায়। এরপর গাড়িটি খাদে পড়ে যায়। গাড়ি ছাড়ার পর থেকেই অনেক বেশি গতিতে চলছিল। আল্লাহ আমাদের দ্বিতীয় জীবন দিয়েছেন। আমার আর ছেলের গায়ে একটুও আঁচড় লাগেনি।
মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম বাসসকে জানান, আজ সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসের চালক পদ্মাসেতুর আগে শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাসটি সড়কের খাদে পড়ে যায়।
বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এই দুর্ঘটনায় সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে পুলিশ সুপার জানান। তিনি জানান এখনো উদ্ধারকাজ চলছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে তিনি জানান।