এক অন্য রকম ফাঁকা ঢাকা

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সট বিডি ডট কম
ঢাকার এমন চিত্র সচরাচর দেখা যায় না। আব্দুল্লাহপুর থেকে এয়ারপোর্ট রোড ধরে ফার্মগেট ও মগবাজার পর্যন্ত একবারেই ফাঁকা ঢাকা। প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে রমনা, ঢাকা বিশ্ববিদ্যাল্যের টিএসসি ও চারুকলা অনুষদ ছিল লোকারণ্য।কিন্তু ভিন্ন এক ফাঁকা ঢাকার ছবি তুলেছেন নিউজনেক্সট প্রতিবেদক।
নিত্য যানজটের এই শহরের উলটো চিত্র;




