
ঢাকা: মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের বিভিন্ন ধরনের সেবা ব্যবহার, অফার, বোনাস এবং পুরস্কারের তথ্য সম্বলিত সেল্ফ-কেয়ার অ্যাপ ‘মাইজিপি’।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অ্যাপটি চালু করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। সেখানে আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইজিপি অ্যাপটি হচ্ছে একটি ডিজিটাল চ্যানেল যা গ্রাহকদের সরাসরি গ্রামীণফোনের সাথে যোগাযোগের সুযোগ দেয়। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকদের হালনাগাদ বিল, ব্যবহারের পরিমাণ, অবশিষ্ট ইন্টারনেট ডাটা, কল রেট, স্টার ষ্ট্যাটাস, অফার সম্পর্কিত যাবতীয় তথ্য ছাড়াও গ্রামীণফোনের বিভিন্ন সেবা সহজে এবং কার্যকরভাবে গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।
অফলাইনে অ্যাপটি ব্যবহার করার সুযোগ থাকলেও হালনাগাদ তথ্য পেতে হলে ইন্টারনেট সংযোগ লাগবে। গুগুল প্লে এবং অ্যাপল স্টোর থেকে মাইজিপি অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন গ্রাহকরা।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/এসআই