
নিজস্ব প্রতিবেদক: ই-কমার্সের ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করেছে অনলাইন নিত্যপণ্য বিক্রির প্রতিষ্ঠান চালডাল। আজ বৃহস্পতিবার এক কোটি অর্ডারের মাইলফলকে পৌঁছানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন চালডালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জিয়া আশরাফ।
সবাইকে ধন্যবাদ জানিয়ে জিয়া আশরাফ বলেন, ‘আজ চালডাল ১০,০০০,০০০ অর্ডারে পৌঁছে গিয়েছে। গ্রাহকদের অফুরন্ত ভালবাসা এবং সমর্থনের ফলে আমরা এই অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছি। আমরা প্রতিনিয়ত আমাদের সেবা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি; যাতে আমরা গ্রাহকদের সর্বোত্তম সেবা দিতে পারি। আমাদের গ্রাহক এবং শুভাকাঙ্খীদের আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের যাত্রায় সমর্থন করার জন্য অসংখ্যা ধন্যবাদ।’
সম্প্রতি ই- কর্মাস প্রতিষ্ঠানগুলোর কোভিডকালীন অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমের সঙ্গে চায়ের আলাপে যুক্ত হয়েছিলেন চালডালের সঙ্গে প্রথম থেকে যুক্ত থাকা জ্যৈষ্ঠ কর্মকর্তা সুমন মল্লিক। এ সময় তিনি বলেন, ‘কোভিড লকডাউন চলাকালীন চালডালের নিত্যপণ্যের খাদ্য সরবরাহ দক্ষতা ছিল অনেক ক্রেতার জন্য নতুন অভিজ্ঞতা। দক্ষতার সঙ্গেই কোভিড যাত্রায় ধকল সামাল দিয়েছিল চালডাল। সেই ইতিবাচক অভিজ্ঞতা অন্য ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর জন্য সম্ভাবনার জন্ম দিয়েছে। এতে বাজার বড় হয়েছে, কর্মসংস্থান হয়েছে।’

২০১৩ সালে তিন বন্ধুর পরিকল্পনায় মানুষের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন তা ঘরে পৌঁছে দেওয়ার স্বপ্ন থেকে যাত্রা শুরু করে চালডাল। এ বিষয়ে জিয়া আশরাফ বলেন, ‘২০১৩ সালে আমি বনানীর এক দোকান থেকে কিছু মুদিপণ্য বাসায় এনে ছবি তুলে ওয়েবসাইটে দিতে শুরু করি। ওই বছরের ২ জুলাই প্রথম ক্রয়াদেশ পাই। তখন আমি নিজেই সেই পণ্য ডেলিভারি করতাম। ধীরে ধীরে গুদাম ভাড়া নিতে হল। বাড়তে থাকল কর্মীর সংখ্যা।’
প্রতিষ্ঠার পর চালডাল যুক্তরাষ্ট্রের ভেঞ্চার প্রতিষ্ঠান ওয়াই কম্বিনেটর ও ফাইভ হান্ড্রেড স্টার্টআপের সহায়তা পেয়েছে। নতুন উদ্যোগ হিসেবে পেয়েছে স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ। এ ছাড়া প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এবং আইডিএলসির বিনিয়োগ পায় চালডাল। এর মাধ্যমে পরবর্তীতে দেশীয় স্টার্টআপ প্রতিষ্ঠান তৈরি করায় উদ্যোক্তাদের মধ্যে নতুন সম্ভাবনার পথ তৈরি হয়।