
ঢাকা: শাকিব খান ও শুভশ্রি অভিনীত চলচ্চিত্র ‘নবাব’ ছবির শুটিং চলছে কক্সবাজারে। এরই মধ্যে ছবির দুই প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে ছবিটি অনেক ভালো হবে। আর ভালো কাজের জন্য দরকার দক্ষ লোক। তাই হয়তো এক ছবিতে এত সহশিল্পী কাজ করবেন।
শুক্রবার এফডিসি থেকে প্রায় ২৮০ জন সহশিল্পী কক্সবাজার গেছেন ‘নবাব’ ছবিতে অংশ নিতে। গল্প অনুযায়ী,কক্সবাজারের একটি হোটেলে কনফারেন্স চলছে। যেখানে প্রচুর মানুষ একসঙ্গে বসে মন্ত্রীর বক্তব্য শুনছেন। ওই মুহূর্তে কেউ একজন মন্ত্রীকে লক্ষ্য করে গুলি ছুড়ে সঙ্গে সঙ্গে পুরো হলে বিশৃঙ্খলা তৈরি হয়। হুড়োহুড়ি শুরু হয়ে যায় উপস্থিত সবার মধ্যে। আর এ ধরনের দৃশ্যে অভিনয় করার জন্য দরকার দক্ষ শিল্পী। যার জন্য ঢাকা থেকে ২৩০ জন আর কক্সবাজার থেকে ১৫০ জন মোট ৩৮০ জন সহশিল্পী হাজির করা হয়েছে শুটিং স্পটে।
অনেক বছর ধরে চলচ্চিত্রে সহশিল্পী সরবরাহ করে আসছে মিজান মিডিয়া নামের একটি প্রতিষ্ঠান। নবাব ছবিতেও ঢাকা থেকে ২৩০ জন শিল্পী কক্সবাজার পাঠিয়েছেন মিজান মিডিয়া।
প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ মিজান নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, নবাব ছবিটির একটি দৃশ্যে প্রায় সাড়ে তিনশ লোক লাগবে। আমি ঢাকা থেকে ২৩০ জন পাঠাচ্ছি আর কক্সবাজার থেকে ১৫০ জন থাকছে।
তিনি আরো বলেন, অনেকদিন পর চলচ্চিত্রে আবার এত সংখ্যক সহশিল্পী কাজ করছে। আমাদের চলচ্চিত্রে আবার প্রাণ ফিরে আসছে। আমি এই শিল্পীদের কাজ দিতে পেরে খুব খুশি। এতো লোক কিভাবে সংগ্রহ করলেন জানতে চাইলে তিনি জানান, আসলে নিয়মিত কাজ না থাকায় এটা অনেক কষ্টকর। আমি সবার সঙ্গে যোগাযোগ রেখেছি। সবার খবর রেখেছি। বড় কাজ না হোক ছোট ছোট কাজ দেয়ার চেষ্টা করেছি। তাই ওরাও আমাকে ভালো জানে। ডাকলে সাড়া দেয়। তাই সম্ভব হয়েছে।
নবাব ছবিটি পরিচালনা করছেন আবদুল আজিজ ও কলকাতার জয়দেব মুখার্জি। ছবিটির চিত্রনাট্য করেছেন আবদুল জহির বাবু ও কলকাতার পেলে।
প্রতিবেদ: নাহিদ ন্যাস, সম্পাদনা: জাহিদ।