
ঢাকা: রহস্যময় এক লেখক। তার গল্পের চরিত্রগুলোও জীবন্ত হয়ে ওঠে। কখনো কখনো নিজেকেই দেখতে পান তার সৃষ্টি করা চরিত্রের মাঝে। প্রতিটি চরিত্রই সমাজে বিরাজমান মুখোশের অন্তরালে লুকিয়ে থাকা খলচরিত্র। জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম এরকমই ৬টি চরিত্রে অভিনয় করেছেন ফরিদ উদ্দিন মোহাম্মদের ‘নিশিপুত্র’ নাটকে। কখনো তিনি গ্রামের আড়ৎদার, কখনো চেয়ারম্যান, মাতুব্বর, নেতা, আবার কখনো নারী পাচারকারী।
প্রতিটি চরিত্রেই নিজেকে তুলে ধরেছেন আলাদা বৈশিষ্ট্যে। গল্পের আরেক মূল চরিত্রে চোরের ভূমিকায় অভিনয় করেছেন প্রভিভাবান শিল্পী শতাব্দি ওয়াদুদ। মূলত গ্রামের নিম্নবর্গের একজন অসহায় মানুষ ষড়যন্ত্রের শিকার হয়ে চোরের অপবাদ নিয়ে চলতে চলতে একপর্যায়ে কি করে নিজেই চোর হয়ে ওঠেন সেই গল্পই বলা হয়েছে ‘নিশিপুত্র’এ।
গল্পের বাঁকে বাঁকে দেখানো হয়েছে মানবিক বিপর্যয়, ভাতের অভাব, চিকিৎসার অভাবে একমাত্র কন্যা হারানোসহ নিদারুন সব দৃশ্য। গল্পে অভাব আর দুর্বিসহ দিনগুলাতে চোরের বউ হয়ে পাশে থেকেছেন অভিনেত্রী মৌটুশি বিশ্বাস।
মোহাম্মদ ইকবাল হোসেনের গল্প অবলম্বনে নিশিপুত্র নাটকের চিত্রনাট্য করেছেন দয়াল সাহা ও ফরিদ উদ্দিন মোহাম্মদ এবং নির্দেশনা দিয়েছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। সম্প্রতি নারায়ণগঞ্জের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়। নাটকে আরো অভিনয় করেন সাদিকা জাহান রাইসা, তিতান চৌধুরী, আবিদ, চন্দ্র বর্মন ও জিমসহ আরো অনেকে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসজি