
ডেস্ক: শুধু এক পেগ ভদকা-তেই নগ্ন হওয়ার সাহস পান এমিলিয়া ক্লার্ক। ক্যামেরার সামনে নগ্ন দৃশ্যে অভিনয়ের জন্য মাত্র এক পেগ ভদকাই যথেষ্ট এমিলিয়া ক্লার্কের জন্য।
‘গেম অফ থ্রোন্স’-এর নগ্ন দৃশ্যে শুটিংয়ের আগে ঠিক এ ভাবেই প্রস্তুতি নেন এই ড্রাগন কুইন। সম্প্রতি এই রহস্য ফাঁস করেছেন নায়িকা নিজেই।
এমিলিয়ার কথায়, ‘শুধুমাত্র এক পেগ ভদকা আমাকে চাঙ্গা করে দেয়। আমি নগ্ন দৃশ্যে খুব স্বচ্ছন্দে সামলাতে পারি।’
প্রথমটায় অবশ্য ‘নো ন্যুডিটি’ চুক্তিতে সই করেছিলেন এমিলিয়া। কিন্তু একটা নির্দিষ্ট দৃশ্যে অভিনয়ের সময় মত পাল্টে ফেলেন।
ড্রাগন কুইনের কথা হলো, ‘মহিলা হিসেবে আমার কাছে দৃশ্যটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেখানে শত্রুদের ধ্বংস করার পর মেয়েটি আগুনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। খুবই পাওয়ারফুল দৃশ্য। তাই সেখানে নগ্ন হয়ে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম।’ সুত্র-এবিপি
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ