
ডেস্ক: গত এক বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তি প্রায় ৩২ লাখ টাকা বেড়েছে। ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে তার বর্তমান সম্পত্তি ১ কোটি ৭৩ লাখ টাকা বলে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেতন-ভাতা বাবদ মোদি যত টাকা উপার্জন করেন, তার কিছুই তাকে খরচ করতে হয় না। কারণ, বছরে শুধু বইয়ের রয়্যালটি থেকেই তার হাতে এসেছে ১২ লাখের বেশি টাকা। দেশটির সচিবালয় থেকে সম্প্রতি মোদির সম্পত্তির যে খতিয়ান দেওয়া হয়েছে, তাতে প্রতি মাসে বেতন ও ভাতা বাবদ তিনি প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা পান উল্লেখ আছে।
মোদির মন্ত্রিসভার ৮৩ জনের মধ্যে এ বছর এখন পর্যন্ত মাত্র ১২ জন সম্পত্তির হিসাব দিয়েছেন। হিসাব দেওয়ার তালিকায় সব থেকে আগে রয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। জুলাই মাসে পেশ করা সেই হিসাবে দেখা যাচ্ছে, তার সম্পত্তি গত বছরের তুলনায় প্রায় ৬ কোটি টাকা কমেছে।
প্রতিবেদন: তুসা