
ঢাকা: স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে গত বছরে ১২টি ছবিতে অভিনয় করেছেন করেছেন বলিউডি অভিনেত্রী রাধিকা আপ্তে। তবে রাধিকা এই ছবিগুলোতে ‘ফর্মে থাকতে বেশি কাজ করে ফেল’ এই দর্শন মেনে অভিনয় করেন নি! এমনকি সিনেমার ক্ষেত্রে তিনি সংখ্যায়ও বিশ্বাস করেন না, বরং তার বিশ্বাস কাজের মানে। এ কারণে গত বছরের ছবিগুলোর ক্ষেত্রে মানের সঙ্গে আপস করেননি এই অভিনেত্রী।
‘সংখ্যা নয়, মানটাই আসল—এই দর্শন সবক্ষেত্রেই মানেন রাধিকা আপ্তে।’
সংখ্যা নয়, মানটাই আসল—এই দর্শন সবক্ষেত্রেই মানেন রাধিকা আপ্তে। এমনকি ছবির প্রচারণায়ও। রাধিকা বলেছেন, ‘ব্যাপক সংখ্যায় প্রচারণা করার চেয়ে মানসম্পন্ন অল্প প্রচারণাই ভালো। প্রতি শুক্রবার আমাদের দেশে অজস্র ছবি মুক্তি পায়। আপনার ছবি সম্পর্কে মানুষকে জানাতে হবে, কিন্তু এখন যেভাবে প্রতিটি ছবির প্রচারণা করা হয়, জানি না কতটা কাজে আসে।’
এই অভিনেত্রীর নতুন ছবির নাম ‘ফোবিয়া’। এই ছবির প্রচারণাও ছিল ব্যতিক্রম। বিভিন্ন ফোবিয়া নিয়ে ছোট ছোট ক্লিপ। রাধিকা বলেছেন, ‘আমরা আইটেম বা প্রচারণামূলক গান করিনি ছবি বেচার জন্য। যা দেখাতে চেয়েছি আর বিশ্বাস করেছি, তার ওপরই অটল ছিলাম। সেটা প্রশংসা কুড়াচ্ছে দেখে ভালো লাগছে।’
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস