
লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার ভোরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের খেংটি-মাষ্টারপাড়া সীমান্ত থেকে নুরুজ্জামান (২৪) নামে ওই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যায়। নুরুজ্জামান ওই এলাকার হিলার হোসেনের পুত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সীমান্তের ৮৪৩ নং সীমান্ত পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু আনতে চেষ্টা করেন নুরুজ্জামান। এ সময় ভারতের কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহলদল তাকে ধাওয়া করে আটকের পর ধরে নিয়ে যায়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল গোলাম মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কড়া প্রতিবাদ জানিয়ে ভারতীয় বিএসএফকে পত্র দিয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়ছে।
প্রতিনিধি: আসাদুজ্জামান সাজু, সম্পাদনা: জাবেদ