
ডেস্ক: বর্তমানে বলিউডের সর্বোচ্চ উপার্জনকারীদের মধ্যে দীপিকা পাড়ুকোন অন্যতম। কারণ বলিউডের কোনো ছবিতে এই অভিনেত্রীর থাকা মানেই ছবিটি নিশ্চিত ‘হিট’। ফলে তার চাহিদা এখন সবমহলেই বাড়তির দিকে। সদ্যই হলিউড ফেরত দীপিকা এবার এক বিজ্ঞাপনে কাজ করেই পারিশ্রমিক নিচ্ছেন আট কোটি রুপি!
‘আট কোটি বোধ হয় একটু বাড়াবাড়িই হয়ে গেল!’
একটি এয়ারলাইনস প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার প্রস্তাব পেয়েছেন দীপিকা। আর সেই প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপনে কাজ করার জন্য আট কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন এই তারকা। একটি সূত্র জানিয়েছে, চার দিনে বিজ্ঞাপনটির শুটিং শেষ হওয়ার কথা। সাধারণত কোনো প্রতিষ্ঠান বা পণ্যের শুভেচ্ছাদূত হলে এক থেকে পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন দীপিকা। কিন্তু আট কোটি বোধ হয় একটু বাড়াবাড়িই হয়ে গেল।
শাহরুখ খান, আমির খান ও রণবীর কাপুর ছাড়া বলিউডের আর কোনো অভিনেতা কোনো পণ্যের শুভেচ্ছাদূত হলে এত পারিশ্রমিক নেন না। এবার এবার বলিউডের এই নামজাদা পুরুষ অভিনেতাদের কাতারে নিজেকে নিয়ে গেলেন দীপিকা। সেইসাথে বলিউডের সবচেয়ে দামি অভিনেত্রীর তকমাটাও নিজের করে নিলেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস