এক মঞ্চে শাকিব-সাকিব

ঢাকা: দুই ভূবনের দুই তারকা। একজন চলচ্চিত্র জগতের কিং অন্যজন ক্রিকেট দুনিয়ার অলরাউন্ডার। কেউ যেন কারো থেকে কম নয় নিজ নিজ জায়গায়। আর এই দুই ভূবনের দুই তারকা এক হচ্ছেন একই সঙ্গে একই মঞ্চে। বিভিন্ন সময় এক সাথে এই দুই তারকা এক সঙ্গে হলেও এইবারই প্রথম তারা একসঙ্গে অংশ নিলেন ঈদের একটি টিভি অনুষ্ঠানে।
অনুষ্ঠানটি তৈরি হয়েছে একুশে টিভির ঈদ অনুষ্ঠানমালার জন্য। উপস্থাপনা করছেন ফারহানা নিশো। বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি স্টুডিওতে অনুষ্ঠানটি চিত্রায়নে অংশ নেন শাকিব খান ও সাকিব আল হাসান। এখানে তারা নিজেদের কাজ, ব্যক্তিজীবন, ভক্তসহ নানান বিষয়ে কথা বলেছেন। পাশাপাশি আড্ডার ফাঁকে দুজন খেলায় অংশ নেবেন। সাপলুডু খেলা, গ্লাসে পানি ভরা ও বেলুন ফুটানো খেলতে দেখা যাবে শাকিব খান ও সাকিব আল হাসানকে।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ