
ঢাকা: শেষ বলে যখন মাত্র ২ রান দরকার, ব্যাটিংয়ে তখন ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি। আগের বলেই ব্রাভোকে বোকা বানিয়ে নিয়েছেন দুই রান। এই অবস্থায় ধোনির তথা ভারত ক্রিকেট দলের অন্ধ কোন সমালোচকও ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বাজি ধরতে রাজি হবে না। কারণ সরল হিসেবে ম্যাচ তো তখন ভারতই জিততে যাচ্ছে! কিন্তু সমীকরণ আর সম্ভাবনাকে মিথ্যে প্রমান করে উল্টো হেরে গেল ভারতই! ডোয়াইন ব্রাভোর বলে শর্ট থার্ডম্যানে ক্যাচ দিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১ রানের জয় উপহার দিয়ে আসলেন ওই ধোনি!
৪৮৯ রানের এই ম্যাচে শেষ ওভারেই হলো যত নাটক! যে ম্যাচে দুই দলই ওভারপ্রতি ১২ রান করে রান তুলেছে, সে ম্যাচের শেষ ৬ বলে মাত্র ৮ রান দরকার ছিল ভারতের! কিন্তু প্রথম বলেই ক্যাচ তুলে দিলেন ধোনি, সহজের চেয়েও সহজ ক্যাচটি ছেড়ে দিলেন মারলন স্যামুয়েলস! এক রান, পরের ৩ বলেও মাত্র এক রান করে নিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। পঞ্চম বলে দুই রান হলো। শেষ বলে তো আউটই হয়ে গেলেন ধোনি (২৫ বলে ৪৩), সেই স্যামুয়েলসের হাতেই ক্যাচ দিয়ে।
অথচ উল্টো দিকেই দাঁড়িয়ে ৪৬ বলে সেঞ্চুরি করা লোকেশ রাহুল (১১০*)। একটু আগেই টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। ওপেনার রোহিত শর্মাও ২৮ বলে ৬২ রান করে গড়ে দিয়েছিলেন ম্যাচ জয়ের ভিত্তি। কিন্তু সবই উলটে গেল ডোয়াইন ব্রাভোর ওই ওভারে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরাও ঝড় তুলেছিলেন। মাত্র ৪৮ বলে সেঞ্চুরি করেছিলেন এভিন লুইস। স্টুয়ার্ট বিনির এক ওভারে টানা ৫ ছক্কায় ৩২ রান তুলেছেন তিনি।লুইসের ওপেনিং-সঙ্গী জনসন চার্লস ৩৩ বলে করেছেন ৭৯ রান। এই দুজনের সৌজন্যে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেট হারিয়ে ২৪৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথম ১০ ওভারেই ১৩২ রান তোলে ক্যারিবীয়রা। শেষ দিকে রানের বানে বাঁধ না পড়লে হয়তো টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙে যেত।
প্রতিবেদন: তুসা