
ঢাকা: ‘বিপ্লব ও সংহতি দিবস’কে কেন্দ্র করে সমাবেশের জন্য পুলিশ আট নভেম্বরের পরিবর্তে নয় তারিখে অনুমতি দিলেও সমাবেশ করবে বিএনপি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচির রুহুল কবির রিজভী।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রিজভী জানান, আমরা আট নভেম্বর নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য পুলিশের কাছে চিঠি দিয়েও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
পুলিশের অনুমতির বিষয়ে তিনি বলেন, ‘আট তারিখে না দিয়ে যদি নয় তারিখে দেয়, আমরা তাতেও রাজি। আমাদের বলুক আমরা সেভাবেই প্রস্তুতি নিব। আমরা সমাবেশ করবই। এর কোনো দ্বিধাদন্দ নেই। এটা আমাদরে দায়িত্ব।’
অনুমতি না পেলে কি করবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনুমতি না পেলে নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’ সমাবেশের প্রস্তুতি সম্পর্কে রিজভী বলেন, ‘ঢাকা মহানগর বিএনপি যৌথ সভা করে এরইমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে।’
পুলিশের অনুমতি সম্পর্কে তিনি বলেন, ‘পুলিশের নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্য রাখার জন্য হলেও অনুমতি দেয়া উচিত। রাষ্ট্রের জন্য পুলিশ হয়ে থাকলে আজ তার অনুমতির বিষয়ে কিছু যানাবে কিন্তু কোনো দলের হয়ে থাকলে জানাবে না।’
সমাবেশকে সামনে রেখে গ্রেফতার সম্পর্কে রিজভী বলেন, ‘কারাগার আর বাহির একই। আমরা যে কোনো সময় গ্রেফতার হতে পারি। গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য সব রকম চেষ্ঠা চালিয়ে যাব।’ তিনি বলেন, ‘যারা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে সেই সব রাজনৈতিক দল এই দিনটিকে যাথাযোগ্য মর্যাদায় পালন করেছে।’
প্রতিবেদন: শেখ রিয়াল, সম্পাদনা: সজিব ঘোষ