
চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ এর ভিত্তিতে এবার প্রকাশিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সবার চেয়ে এগিয়ে রয়েছে চট্টগ্রাম কলেজ। তবে, পিছিয়ে পডেছে শতকরা পাসের হার।
এদিকে ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিরোধ এবং অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত ছয়মাসেরও বেশি সময় ধরে অস্থিরতা চলছে কলেজটি।
বৃহস্পতিবার (১৮আগস্ট) চট্টগ্রাম বোর্ডের ফল ঘোষণা করেন চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুল হাসান। ফলে দেখা যায়, এবার শতভাগ পাস করেছে পাঁচটি কলেজে। মাহবুবুল হাসান সাংবাদিকদের জানান, চট্টগ্রাম কলেজ থেকে ৪৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবং শতকরা পাস করেছে ৯০.০৪ শতাংশ।
চট্টগ্রাম কলেজ সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৪৯৯জন ও মানবিক বিভাগ থেকে ২৯৯জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
এদিকে, হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে জিপিএ- ৫ পেয়েছে ৪৩৪ জন এবং শতকরা পাস করেছে ৯৬.৪৪ শতাংশ। ক্যান্টনম্যান্ট কলেজে জিপিএ-৫ পেয়েছে ২১৭ জন, শতকরা পাস করেছে ৯৮.৫৮ শতাংশ, সরকারি কর্মাস কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন এবং সরকারি সিটি কলেজে জিপিএ-৫ পেয়েছে ১৯৮ জন এবং শতকরা পাস করেছে ৮৮.০০ শতাংশ।
মাহবুবুল হাসান জানান, চট্টগ্রাম বোর্ডে শতভাগ পাস করেছে ৫টি কলেজে। এগুলো হচ্ছে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ ১২৯ জনে ১২৯ জন, ক্যান্টনম্যান্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ ১১৬ জনে ১১৬জন, ফৌজদার ক্যাডেট কলেজে ৪৯ জনে ৪৯ জন, ইউরিয়া ফার্টিলাইজার কারখানা কলেজের ৮০জনে ৮০জন এবং চট্টগ্রাম মহানগর কলেজ ১ জনে ১ জন পাস করেছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৮৭ হাজার ৫৪২ জন এদের মধ্যে পরীক্ষা দিয়েছিল ৮৬ হাজার ৭১৬ জন,অনুপস্থিত ছিল ৮২৬ জন পরীক্ষার্থী। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫৬ হাজার ১৬ জন। আর স্থগিত আছে দুই পরীক্ষার্থীর ফল।
প্রতিবেদক: সালেহ নোমান, সম্পাদনা: আইরিন রবি/সাইফুল ইসলাম