
ঢাকা: চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেছেন, ‘বর্তমান সরকারের নেয়া মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি পাল্টে যাবে।’
বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে তিনি এ কথা বলেন।
এডিপি বাস্তবায়ন অগ্রগতি নিয়ে সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিব, সিনিয়র সচিবদের সাথে এই বৈঠক করেন মন্ত্রী।
বৈঠকে মন্ত্রী বলেন, ‘দেশের অগ্রগতির অগ্রযাত্রা বেগবান করতে মেগা প্রকল্পগুলোর সফল বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে যাবে। এসব প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সততার সাথে কাজ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের প্রবৃদ্ধি সাত শতাংশ অতিক্রম করে চলছে। অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের অভাবনীয় অগ্রগতিকে ভবিষ্যতে আরো এগিয়ে নিতে এডিপির সুষ্ঠু বাস্তবায়ন অপরিহার্য।’
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম বক্তৃতা, বাস্তবায়ন পরিবীক্ষণও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব ফরিদ উদ্দিন আহমদ, পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক শামসুল আলম, খোরশেদ আলম চৌধুরী, এ এন এম শামসুদ্দিন আজাদ চৌধুরী, আবদুল মান্নান, জুয়েনা আজিজ এবং পরিসংখ্যান বিভাগের সচিব কেএম মোজাম্মেল হক।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/ওয়াইএ