
মিরপুর ফটোগ্রাফিক সোসাইটি (এমপিএস) তাদের জনকল্যাণকর ও সৃস্টিশীল কাজের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।
গতকাল ৩০মে বুধবার এমসিসি তাদের সদস্য, উপদেস্টা পরিষদ, আলোকচিত্রি ও সুবিধাবঞ্চিত এতিমদের সম্মানে স্হানীয় একটি রেস্তরাঁয় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুস্ঠানে উপস্হিত প্রধান অতিথি এফবিসিসিআই -এর স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু কালচারাল অ্যাফেয়ার্স চেয়ারম্যান ও আলোকচিত্রী আক্কাস মাহমুদ মিরপুর ফটোগ্রাফিক সোসাইটির এই জনকল্যানমুলক কাজের প্রসংশা করে বলেন দেশে ফটোগ্রাফিক অনেক বড় বড় সংগঠন থাকলেও এমপিএস এর মতো প্রশংসনীয় কাজ কোন সংগঠনকে করতে দেখি নাই।
এপ্রসংগে তিনি এমপিএসের গত ঈদে পথকলি বা সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদের নতুন জামা কাপড় বিতরনের কথা স্মরণ করেন।
এমপিএসের সভাপতি জয় মাহমুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি বিপিএসের আজীবন সদস্য ও সিনিয়র আলোকচিত্রি নাফিজ আহমেদ নাদভী, ডাব্লিউপিপিবি’র সদস্য এসকে তন্ময়, আবু সুফিয়ান নিলাভ, এমআর রানা, মাইলস্টোন ফটোগ্রাফিক ক্লাব এমসিপির প্রতিস্ঠাতা সভাপতি রাফি আজিম।
অনুস্ঠানে এতিম ছাত্র এবং বিপুল সংখ্যাক ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার উপস্হিত ছিলেন।

ইফতার
অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের সভাপতি এমসিএসের পরিচালনা পরিষদকে পরিচয় করিয়ে দেন। — প্রেস বিজ্ঞপ্তি