
ডেস্ক: ভারতীয় সংবাদ চ্যানেল এনডিটিভির সম্প্রচার ৯ নভেম্বর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের ঘটনা সরাসরি সম্প্রচারের অভিযোগে এ নির্দেশনা দেয়া হয়। খবর বিবিসি।
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বলেছে, জানুয়ারিতে পাঠানকোটের বিমান ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলা ও তার পরের অভিযান সরাসরি দেখানোর সময় এনডিটিভির হিন্দি চ্যানেল ‘কৌশলগত-সংবেদনশীল বিষয়’ প্রচার করে। এর শাস্তি হিসেবে এ নির্দেশ দেয়া হয়েছে।
তবে এনডিটিভির পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, ওই সম্প্রচার ছিল ‘একেবারেই ভারসাম্যপূর্ণ’।
চলতি বছরের ২ জানুয়ারি পাকিস্তান সীমান্তবর্তী ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা হয়। এতে সাত ভারতীয় সেনা ও হামলাকারী ছয় জঙ্গি নিহত হন।
সন্ত্রাসীদের ওই হামলার পর সেনাবাহিনীর অভিযান সরাসরি দেখানোর সময় এনডিটিভি গোলাবারুদ ও সামরিক বিমান রাখার স্থানসহ সংবেদনশীল সামরিক তথ্য প্রকাশ করেছে বলে অভিযোগ ভারতের তথ্য মন্ত্রণালয়ের।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব