
ডেস্ক: ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি ইন্ডিয়ার ৯ নভেম্বরের সম্প্রচার নিষেধাজ্ঞা স্থগিত করেছে দেশটির সরকার। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এনডিটিভির সম্প্রচারের নিষেধাজ্ঞা স্থগিত করে।
এর আগে, ভারতের ক্যাবল টিভি নেটওয়ার্ক অ্যাক্ট অ্যান্ড রেগুলেশন আইনলঙ্ঘনের অভিযোগে ৯ নভেম্বর মধ্যরাত থেকে পরের দিন মধ্যরাত পর্যন্ত এনডিটিভির সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এ ঘটনার জেরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় দেশটি। কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় মুখর হয়ে ওঠেছিল সব মহল। মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালসহ একাধিক রাজনৈতিক নেতা এ সিদ্ধান্তের বিরোধিতা করেন।
চ্যানেল কর্তৃপক্ষও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে। অবশেষে প্রবল বিরোধিতার মুখে পড়ে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় কেন্দ্র। আপাতত চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব