এনসিটিবি ওয়েবসাইট হ্যাকড

ঢাকা: বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইট (www.nctb.gov.bd) সাইবার হামলার শিকার হয়েছে। এই ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। হ্যাকাররা নিজেদের সৌদি আরবের বলে দাবি করেছে।
বুধবার সকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে গেলে সেখানে একটি ব্যানার দেখা যায়, যেখানে লেখা হয়েছে ‘হ্যাকড বাই আরএক্সআর হ্যাকার’।
হ্যাকাররা দাবি করছে, তারা সৌদি আরবের। ওয়েব সাইটটি হ্যাকের কারণও বলেছে তারা। তারা বলছে, গত পাঁচ বছর ধরে সিরিয়ায় চলমান গণহত্যার ব্যাপারে বিশ্ববাসীর নীরবতার কারণেই হ্যাক করা হয়েছে ওই ওয়েবসাইট।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই