এন্টিড্রাগ ফেডারেশনকে সহায়তার আশ্বাস

বুধবার সকালে অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয় ঢাকাস্থ সেগুনবাগিচায় দ্যা বাংলাদেশ এন্টিড্রাগ ফেডারেশনের প্রতিনিধিদল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদ্যনিয়োগ প্রাপ্ত মহাপরিচালক এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন। এতে উপস্থিত ছিলেন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি রফিকুল ইসলাম রলি, ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স সেক্রেটারি এডভোকেট মারুফ হাসান। অধিদপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার, অতিরিক্ত মহাপরিচালক সঞ্জয় কুমার চৌধুরী। আলোচনাকালে দ্যা বাংলাদেশ এন্টিড্রাগ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি রফিকুল ইসলাম রলি বলেন- করোনকালেও ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম নিয়মিত পরিচালিত করছে। মহাপরিচালক কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তা অব্যাহত থাকবে।- বিজ্ঞপ্তি