
ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস আরো একবার বিশ্বের শীর্ষতম ধনীর স্থান দখল করেছেন। গতকাল সোমবার মার্কিন সাময়িকী ফোর্বসের প্রকাশিত বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় এই তথ্য জানা যায়।
এবারের তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২২০ ধাপ নিচে নেমে গেছেন। এখন তাঁর সম্পদের পরিমাণ ৩৫০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের বিলিয়নেয়ারের তালিকায় ৫৪৪তম স্থানে অবস্থান করছেন মার্কিন এই ধনকুবের।
অন্যদিকে শীর্ষে অবস্থান করা বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ ৮৬০ কোটি ডলার। এর মাধ্যমে তিনি টানা চতুর্থবারের মতো শীর্ষতম ধনীর স্থান ধরে রেখেছেন। আর গত ২৩ বছরের মধ্যে তিনি ১৮ বার বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন।
ফোর্বসের প্রতিবেদনে জানানো হয়, বিশ্বে বিলিয়নেয়ার সংখ্যা গত এক বছরে ১৩ শতাংশ বেড়ে দুই হাজার ৪৩ জনে দাঁড়িয়েছে। সাময়িকীটির ৩১ বছরের হিসাবে এবারই প্রথম বিলিয়নিয়ারের সংখ্যা এত বেশি বেড়েছে।
এবারের তালিকায় আমেরিকানদের প্রাধান্যই বেশি এবং প্রযুক্তি খাতের জয়জয়কার। বিশ্বে ধনীদের নেতৃত্বদানকারী দেশ যুক্তরাষ্ট্রে এবার তালিকায় বিলিয়নেয়ারের সংখ্যা ৫৬৫ জন। এ তালিকায় ৩১৯ জন বিলিয়নেয়ার নিয়ে চীন দ্বিতীয়। ১১৪ জন বিলিয়নেয়ার নিয়ে জার্মানি তৃতীয়।
ফোর্বসের বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান ওয়ারেন বাফেট। তাঁর সম্পদের পরিমাণ ৭৫০ কোটি ৬০ লাখ ডলার। তৃতীয় আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস, চতুর্থ স্পেনিশ পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান জারার প্রতিষ্ঠাতা অ্যামানিকো ওরতেগা, পঞ্চম ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, ষষ্ঠ মেক্সিকোর টেলিকম ব্যবসায়ী কার্লোস স্লিম হেলু ও তাঁর পরিবার, সপ্তম ওরাকেলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি ইলিয়াসন, অষ্টম ও নবম স্থানে আমেরিকান দুই সহোদর বাই কার্লোস কচ ও ডেভিড কচ এবং দশম ব্লমবার্গ নিউজের প্রতিষ্ঠাতা মিচেল ব্লুমবার্গ। সূত্র : এএফপি, ফোর্বস।
গ্রন্থনা: কাওসার আহমেদ, সম্পাদনা: জাবেদ