
রিও ডি জেনিরো: রিও অলিম্পিকের একাদশ দিনে এসে পদক খড়া কেটেছিল ১২০ কোটি মানুষের দেশ ভারতের। মহিলা কুস্তিগীর সাক্ষী মালিকের হাত ধরেই পদক আসে ভারতের। সাক্ষীর পর এবার আরেক মহিলা অ্যাথলেট সিন্ধুর হাত ধরে দ্বিতীয় পদক জয়ের স্বপ্ন দেখছেন ভারতীয়রা। ইভেন্টের নাম ব্যাডমিন্টন।
ইতোমধ্যেই এ ইভেন্টের সেমি ফাইনালে নাম লিখিয়ে ফেলেছেন ভারতীয় এ শাটলার। শেষ আটের মহারনে তিনি পরাস্ত করেছিলেন চিনের ইহান ওয়াংকে। সরাসরি ২২-২০, ২১-১৯ সেটে জয় লাভ করেছিলেন তিনি। পুরো ভারতবাসিই এখন তাকিয়ে সিন্ধুর দিকে।
হঠাৎ করেই এ শাটলারকে নিয়ে এমন হইচইয়ের কারণও কিন্তু কম নয়। দেশবাসীর প্রত্যাশাটা বেড়ে গিয়েছে কোয়ার্টার ফাইনালে জয়লাভের পরপরই। কারণ ঐ ম্যাচে যাকে পরাস্ত করেছিলেন সিন্ধু, তিনি বিশ্বের দুই নম্বর শাটলার। গত অলিম্পিকের রৌপ্য জয়ী। সেমি ফাইনালের মরনপন লড়াইয়ে আজ জাপানের নমোজি ওকুহারার মুখোমুখি হতে হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু’বারের ব্রোঞ্জজয়ী ভারতীয় এ শাটলারকে।
এর আগে ভারতের হয়ে ব্যাডমিন্টন ইভেন্টের সেমি ফাইনাল খেলার কৃতিত্ব রয়েছে সাইনা নেহালের। ওকুহারার বিরুদ্ধে জিতলেই রৌপ্য নিশ্চিত করে ফেলবেন ২১ বছর বয়সী সিন্ধু। আর হারলে, ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন তিনি। ভারতীয় প্রতিযোগীদের মধ্যে পদক জয়ের দাবিদার হিসেবে তালিকার অনেকটাই নিচে রাখা হয়েছিল সিন্ধুকে।
সম্পাদনা: ইয়াসিন