
ডেস্ক: পোশাকেই প্রতিনিয়ত বদলে যায় ফ্যাশনের ধারা। কিন্তু হাজারো রকম পোশাকের ভিড়ে বাঙালি নারীর কাছে শাড়ির আবেদন কমে না কোন ভাবেই। তাই নারীর মন জয় করতে বিভিন্ন উৎসব ঘিরে বাজারে দেখা যায় সুন্দর-মনোরম বৈচিত্র্যময় সব শাড়ির সমাহার।
এ বছর ঈদল-উল-ফিতর গরম ও বর্ষায় মাঝে হওয়ায় প্রকৃতির সঙ্গে মিল রেখে শাড়িতে হালকা ও উজ্জ্বল রঙের ব্যবহার থাকছে প্রচুর। নীল, বেগুনি, ম্যাজেন্টা, ফিরোজা, পেস্ট, সাদা, গোলাপী, সবুজ-শাড়িতে এধরনের রঙ প্রাধান্য পাচ্ছে বেশি। এছাড়া সুতি, খাদি, অ্যান্ডি, সিল্ক, হাফ সিল্ক শাড়ির প্রতিই থাকছে সকলের নজর।
ঈদের সারাদিন শাড়ির ফ্যাশন মাথায় রেখেই ডিজাইনার এবং শাড়ি হাউসগুলো সাজিয়েছে তাদের শাড়ির পসরা। ঈদের দিন সকালের জন্য হালকা শাড়ি হলেও রাতের জন্য বেশিরভাগ বুটিকসে গাঢ় রঙের শাড়িও দেখা যাচ্ছে।
শাড়িতে এবার জারদৌসি, কারচুপির মাধ্যমে ফিউশনধর্মী কাজও দেখা গেছে। শাড়িতে নতুন প্যার্টানের কাজের সঙ্গে পুরোনা ঐতিহ্যটাও বেশ চলছে। কাতান, মসলিন, জামদানি এখনো চাহিদার শীর্ষেই আছে। এদের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাপ্লিক বা কারচুপির কাজ।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসজি