
এম. রেজাউল করিম, ঢাকা: শুধু সেলফি ব্যবহার করে প্রোফাইল পিকচার দিয়েও যারা সন্তুষ্ট হতে পারেননি, সেইসব ফেসবুক ব্যবহারকারীদের জন্য দারুন একটি সুখবর। এখন আপনি চাইলেই ফেসবুকের প্রোফাইল পিকচার GIF (গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট) ব্যবহার করতে পারেন। মানে আপনার প্রোফাইল পিকচার হয়ে যাবে একটি অটোপ্লে ভিডিও।
চলুন তাহলে জেনে নেই কিভাবে ভিডিও প্রোফাইল পিকচার ব্যবহার করবেন।
প্রথমে আপনার ফেসবুক টাইমলাইনে গিয়ে প্রোফাইল পিকচারে এডিট আইকনে ক্লিক করুন। এখানে চারটি অপশন দেখাবে। আপনি টেক এ নিউ প্রোফাইল ভিডিও অথবা আপলোড ভিডিও অর ফটো অপশনে ক্লিক করুন। এরপর মোবাইল ক্যামেরা ব্যবহার করে নিজের ছবি বা ইচ্ছেমত ভিডিও রেকর্ড করতে পারেন অথবা ফাইল থেকে আপলোড করতে পারেন। তারপর ‘নেক্সট’ আইকনে গিয়ে একটি থাম্বনেল ক্লিক করুন। তারপর ‘ইউজ’ আইকনে ক্লিক করলেই নতুন প্রোফাইল ভিডিওটি দেখতে পাবেন।
স্মার্টফোনে নতুন এই ফিচার খুব সহজেই ব্যবহার করা যায়। ফেসবুকে সাত সেকেন্ডের এই ভিডিও দিয়ে বন্ধুদের চমকে দিন। আর উপভোগ করুন লাইক, কমেন্টের বন্যা।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/জাই