
ঢাকা: সাধারণ ডায়রির (জিডি) পর এবার আমেরিকা প্রবাসী বান্টি মীরের বিরুদ্ধে মামলা করেছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
এর আগে বান্টির বিরুদ্ধে যেসব অভিযোগে শাওন জিডি করেছিলেন, রোববার দুপুরে একই অভিযোগে আইসিটি অ্যাক্ট ৫৭ ধারায় ধানমণ্ডি থানায় মামলা করেন তিনি।
শাওন জানান, কয়েকদিন ধরেই বান্টি মীর নামের ওই প্রবাসী আমার ও আমার মায়ের সম্পর্কে অশালীন বক্তব্য প্রচার করছেন। ফেসবুকে স্ট্যাটাস ও লাইভ ভিডিওতে খারাপ কথা ছড়াচ্ছেন, যা সঠিক না। ফেসবুকে ভিডিও লাইভের মাধ্যমে আমাকে প্রাণনাশেরও হুমকি দেয়া হয়েছে। এ কারণে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।তাই মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।
গেল শুক্রবার সন্ধ্যায় আমেরিকা প্রবাসী বান্টি মীরের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ১১৮৪) করেন শাওন। জিডিতে তিনি অভিযোগ করেন, বান্টি মীর ফেসবুক ভিডিও লাইভের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যে গল্প ছড়াচ্ছেন। ওই ব্যক্তি আপত্তিকর মন্তব্য ও গালাগাল করে নানাভাবে তাকে হেয় করছেন। এমনকি জীবননাশের হুমকিও দিচ্ছেন। এগুলো তার জন্য বিব্রতকর এবং আতঙ্কের বিষয়।
অনুসন্ধানে জানা গেছে, বান্টি মীর আমেরিকা প্রবাসী। মোস্তফা সরওয়ার ফারুকীর চলচ্চিত্র ‘ডুব’কে কেন্দ্র করে শাওনের বিরুদ্ধে গেলো কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন তিনি। যা এখন ফেসবুকে ভাইরাল।
সম্প্রতি ‘ডুব’ সিনেমা নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছেন শাওন। মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমাটি ‘হুমায়ূন আহমেদের বায়োপিক’ এ মর্মে সেন্সর বোর্ডে নিজের আশঙ্কার কথা জানান। এর পরপরই সিনেমাটির অনাপত্তিপত্র বাতিল হয়।
সম্প্রতি ডুব ছবিটির মায়া চরিত্রের অভিনেত্রী রোকেয়া প্রাচী নিউজনেক্সটবিডি ডটকমকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ‘গল্পের শুরুতে মায়াকে একজন সাধারণ হাউজ ওয়াইফ হিসেবে দেখা যাবে। তার স্বামীর নাম জাভেদ। তাদের সংসার জীবনটা বেশ সুন্দর। হাজবেন্ড লেখালেখি করেন। তিনি একজন ফিল্মমেকার। মায়া ও জাভেদের প্রেমের বিয়ে। জাভেদ আর মায়ার মধ্যে বয়সের একটু ব্যবধান আছে। তারা পালিয়ে বিয়ে করে। সুখের দাম্পত্য জীবন যেতে যেতে মেয়ের জন্ম হয়।’
তিনি বলেন, ‘সেই মেয়ের চরিত্রে অভিনয় করেছে তিশা। তিশার প্রিয় বান্ধবীর ভূমিকায় অভিনয় করেছে কলকাতার পার্নোমিত্র। সে মাঝে মাঝেই আমাদের বাসায় আসে। আমার স্বামী জাভেদ মেয়ের বান্ধবীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। এই প্রেমকে ঘিরে আমাদের দাম্পত্য জীবনে একটা ঝড় ওঠে।’
প্রতিবেদন: প্রীতম, আসিফ