
ঢাকাঃ টানা দুবার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন ঢাকাই সিনেমার কিং খান শাকিব খান। তবে আসছে শিল্পী সমিতির নির্বাচনে এবার নির্বাচন না সিধান্ত নিয়েছেন শাকিব খান।
আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এরই মধ্যে সবাই প্যানেল গোছানোর কাজও শুরু করে দিয়েছে। এরই মধ্যে শাকিব খান নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দিলেন।
ঢাকাই চলচ্চিত্রের এই সুপার হিরো জানান, ‘অনেক তো হলো। এবার মন দিয়ে অভিনয়টা করতে চাই। সাংগঠনিক কাজের জন্য অনেক সময় দিতে হয়। ছবির ব্যস্ততার কারণে তা খুব একটা হয়ে ওঠে না। এখন থেকে অন্যরা এ কাজটি করুক। আমি আমার অবস্থান থেকে সবাইকে সর্বোচ্চ সহযোগিতা করব।’
শেষ খবর পাওয়া পর্যন্ত এ বছর সভাপতি পদে খল অভিনেতা মিজু আহমেদ, চিত্রনায়ক ওমর সানি ও চিত্রনায়ক রুবেল প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক অমিত হাসান প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায়।
নির্বাচন প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘আসছে নির্বাচনে সভাপতি পদে লড়ার ইচ্ছে আছে। এ পদের জন্য আমি নিজেকে যোগ্য মনে করি। কারণ অনেকদিন ধরেই শিল্পী সমিতির নানা দায়িত্বের সঙ্গে জড়িত। সহ-সভাপতি হিসেবেও কাজ করছি।’
গত বছর নির্বাচনে তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কিন্তু হঠাৎ করে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে এবার বেশ আগে থেকেই ঘোষণা দিয়ে নির্বাচনের মাঠে নামছেন তিনি।
এ প্রসঙ্গে রুবেল বলেন, ‘গত বছর শিল্পী সমিতির নির্বাচনে আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলাম। কিন্তু সঠিক সময় নির্বাচন দেয়া হয়নি। আর যখন নির্বাচন অনুষ্ঠিত হয় তখন আমিও শুটিং নিয়ে বাইরে ছিলাম। এ জন্য অংশ নিতে পারিনি। তবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।’
এদিকে বর্তমান সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, ‘শাকিব খান সভাপতি পদে নির্বাচন না করলে অন্য কোন যোগ্য প্রার্থীর সঙ্গে প্যানেল করব। এখনো কোন কিছু ঠিক করিনি। শুধু এতটুকু বলতে পারি আমি আবারো সাধারণ সম্পাদক পদে নির্বাচন করব।’
উল্লেখ্য ,২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির বর্তমান কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি পদে চিত্রনায়ক শাকিব খান, সহ-সভাপতি পদে ওমর সানি এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন অমিত হাসান।
আগামী বছরের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হবে বর্তমান কমিটির। এরপরই ৯০ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।