
ওয়াশিংটন: এবার যুক্তরাষ্ট্রে অভিবাসী ও পর্যটক হিসেবে যাওয়া মুসলিমদের আদর্শিক পরীক্ষার দাবি জানিয়েছেন বিতর্কিত ব্যবসায়ী ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্নায়ুযুদ্ধকালীন সময়ের মতো আদর্শিক পরীক্ষা ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
এ সময় ট্রাম্প বলেন, মুসলিম অভিবাসী ও পর্যটকদের জন্য নতুন একটি আদর্শিক লিটমাস পরীক্ষাসহ কড়াভাবে অভিবাসন নিয়ন্ত্রণ করতে হবে। একই সাথে বৈশ্বিক সন্ত্রাসী হামলার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা ও হিলারি ক্লিনটনকে দায়ী করে ট্রাম্প।
তিনি আইএস’র বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়া বা অন্য যে কোন দেশের সাথে একযোগে কাজ করার একগাদা প্রতিশ্রুতিও দিয়েছেন। একই সাথে জঙ্গিবাদের প্রচারণা ও অর্থায়ন বন্ধের জন্য গোয়েন্দা কার্যক্রমের উন্নতি করা ও অন্যান্য পদক্ষেপ নেয়ার কথা বলেন রিপাবলিকান প্রার্থী।
তবে বর্তমানে চলমান এসব প্রক্রিয়াতে তিনি ঠিক কি কি নতুন পদক্ষেপ নেবেন তা স্পষ্টভাবে উল্লেখ করেন নি ট্রাম্প। তার বক্তব্য ‘আমার প্রশাসন কড়াভাবে যৌথ ও জোটগতভাবে আইএসকে ধ্বংসে সামরিক অপারেশন চালাবে’।
ট্রাম্প বলেন, ‘স্নায়ুযুদ্ধের সময় আমাদের আদর্শিক স্ক্যানিং পরীক্ষার ব্যবস্থা ছিল। সময় হয়েছে বর্তমান সময়ে আমাদের সামনে আসা হুমকি মোকাবেলার জন্য নতুন আদর্শিক পরীক্ষার ব্যবস্থা করা। আমি বলছি এই পরীক্ষা চূড়ান্তভাবে করা দরকার।’
এর আগে মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে দেশ-বিদেশে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প। তবে মুসলিম বিদ্বেষী অবস্থান থেকে তিনি কখনো সরে আসেন নি। সূত্র: এনডিটিভি।
নিউজনেক্সটবিডি ডটকম/সাইফুল ইসলাম