
ডেস্কঃ চলছে ওয়াজেদ আলী সুমনের ‘রক্ত’ চলচ্চিত্রের শ্যুটিং। আর তাই শিলিগুড়িতে ব্যস্ত সময় কাটাচ্ছে পুরো ইউনিট। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ এর যৌথ প্রযোজনায় নির্মিতব্য ছবিটিতে প্রধান চরিত্রে রয়েছেন পরীমনি ও রোশান রিক্ত।
ক্যারিয়ার ও ভবিষ্যতের জন্য ছবিটিকে বেশ গুরুত্ব দিচ্ছেন পরীমনি, চেষ্টা ও পরিশ্রমে কোন ত্রুটি রাখছেন না তিনি। এই ছবিতে তাকে একটি চ্যালেঞ্জিং চরিত্রে খুঁজে পাবে দর্শক; শোনা যাচ্ছে, নিজেকে অ্যাকশান লেডি হিসেবে ফুটিয়ে তুলতে মার্শাল আর্টও শিখে নিয়েছেন অভিনেত্রী।
জানা যায়, ‘রক্ত’ চলচ্চিত্রের শিলিগুড়ির শিডিউল ঈদ পর্যন্ত লম্বা, তাই রমজান মাসের বাকীটা সেখানেই কাটাতে হবে পরীমনিকে। ‘রক্ত’ ছাড়াও পরীমনি অভিনীত অন্যান্য যে সকল চলচ্চিত্রের কাজ প্রায় শেষ পর্যায়ে, সেগুলো হল ‘স্বপ্নজাল’, ‘কত স্বপ্ন কত আশা’, ‘আপন মানুষ’, ‘সোনাবন্ধু’ ইত্যাদি।
পরীমনি ছাড়া ‘রক্ত’ চলচ্চিত্রের অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, আশীষ বিদার্থী, বিপ্লব চ্যাটার্জি প্রমুখ।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস