এমপিও ভুক্তির দাবিতে দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন

কুড়িগ্রাম: নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে কুড়িগ্রামে দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকরা।
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাভকরা এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক ও জেলা সভাপতি ইমরান বিন সোলায়মান, জেলা কমিটির সাধারন সম্পাদক এরশাদুল হক, সাংগাঠনিক সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
মানববন্ধনে শিক্ষকরা দাবী করেন, অনতিবিলম্বে নন এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় আনতে হবে। তা নাহলে আগামী ২৬ অক্টোবর ঢাকায় অবস্থান কর্মসূচীর মাধ্যমে কঠোর আন্দোলনের ঘোষনা দেয়া হবে।
প্রতিবেদক: প্রতিনিধি, সম্পাদনা: শিপন আলী