
ঢাকা: সংসদ সদস্যদের আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সংসদ কমিটি। ‘ন্যাম ভবন’ খ্যাত রাজধানীর মানিক মিয়া এভিনিউ এবং ‘এমপি হোস্টেল’ হিসেবে পরিচিত নাখালপাড়ার সংসদ সদস্য ভবন এলাকার নিরাপত্তা জোরদার করতে বলেছে সংসদ কমিটি।
জাতীয় সংসদ ভবনে রোববার এক বৈঠকে কমিটি এ বিষয়ে সুপারিশ করেছে। সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে, কমিটি সংসদ সদস্য ভবনগুলোর প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাম ভবনে প্রবেশের ওপর কড়া নজরদারি বাড়াতে বলেছে। মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবন এলাকায় গণপূর্ত বিভাগের নিয়োজিত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নির্দিষ্ট পোশাক সরবরাহেরও সুপারিশ করেছে তারা।
কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে আরো অংশ নেন কমিটির সদস্য বিরোধী দলীয় প্রধান হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, বেগম সাগুফতা ইয়াসমিন, পঞ্চানন বিশ্বাস, ফজলে হোসেন বাদশা এবং তালুকদার মো. ইউনুস । এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে ন্যাম ভবন ও এমপি হোস্টেলে বসবাসরত সংসদ সদস্যদের জন্য চাহিদা ভিত্তিতে একটি করে রিডিং টেবিল, চেয়ার ও একটি বুক সেলফ সরবরাহ তরান্বিত করারও সুপারিশ করা হয়। এছাড়া মানিক মিয়া এভিনিউয়ের সংসদ সদস্য ভবনে লাগানো পোস্টার দ্রুত অপসারণের জন্য বলেছে কমিটি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/জাই