
ঢাকা: নাসিরনগরের ঘটনায় পুলিশ যে প্রতিবেদন দিয়েছে তা স্থানীয় এমপি মন্ত্রী এবং চেয়ারম্যানদের বাঁচানোর জন্য মিথ্যা এবং সাজানো বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কারযালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, `নাসিরনগরের সাম্প্রদায়িক ঘটনায় পুলিশ সোমবার যে প্রতিবেদক দাখিল করেছে তা মিথ্যা এবং সাজানো। আওয়ামী লীগের নেতাদের সাথে ভারসাম্য রাখার জন্য বিএনপির নেতাদেরও নাম দেওয়া হয়েছে। কিন্তু বিএনপির যে কেউ এই ঘটনার সাথে ছিল না এটা দেশবাসি জানে ।’
তিনি বলেন, `স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতেই পুলিশ প্রতিবেদনে বিএনপির নেতাদের নাম দিয়েছে।’
সার্চ কমিটি গঠন নিয়ে রিজভী বলেন, `রাষ্ট্রপতির কতটু ক্ষমতা আছে তা দেশবাসি জানে। রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করলে সেটি যে সরকারের নিয়ন্ত্রণে থাকবে তা এমনিতেই বোঝা যায়। এটি যে সাজানো হবে তার কোনো বিকল্প নেই। তবে এমন হলে দেশবাসি মেনে নিবে না।’
নির্বাচন কমিশন নির্ধারণে সব দলের অংশগ্রহণ চায় বিএনপি বলে জানান তিনি।
রিজভী বলেন, `সরকার মধ্যযুগীয় উপায়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। নিজের দলের সম্মেলনে যে কোনো জায়গা ব্যবহার করছে, সারা দেশ আলোকসজ্জা করে দেশের সম্পদ নষ্ট করছে কিন্তু বিরোধী দলকে সমাবেশের অনুমতি দেয়না।’
এসময় সমাবেশের অনুমতি না পেয়ে সোমবার বিএনপির ডাকা বিক্ষোভে পুলিশের হামলার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে কিন্তু পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা হামলায় আহত হয়েছে অনেক নেতা। পুলিশ বিএনপির বিক্ষোভ থেকে নেতাদের গ্রেফতার করেছে বলে দাবি করেন তিনি।
বিএনপির গ্রেফতার নেতাদের মুক্তির দাবি জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।
প্রতিবেদন: শেখ রিয়াল, সম্পাদনা: মাহতাব শফি