
রংপুর: গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় তার পরিবারের পক্ষ থেকে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার রাতে সুন্দরগঞ্জ থানায় এ মামলা দায়ের করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে নিহত লিটনের বোন তাহমিদা বুলবুল কাকলি বাদী হয়ে অজ্ঞাত ছয়জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহাবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তরা মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সার্জারি বিভাগের প্রধান ডা. বিমল চন্দ্র তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আতিউর রহমান জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এমপি লিটনের বাড়িতে এসে তাকে গুলি করে। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এদিকে এমপি লিটন হত্যার প্রতিবাদে তার নির্বাচনী এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে আওয়ামী লীগ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিউর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য ১৮ জনকে আটক করা হয়েছে।
অপরদিকে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের প্রথম জানাজা রংপুর পুলিশ লাইন্স মাঠে সম্পন্ন হয়। জানাজা শেষে তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়।
সোমবার সাংসদ লিটনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর সুন্দরগঞ্জে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
রোববার বেলা পৌনে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন।
প্রতিনিধি, সম্পাদনা: জাহিদ