
ঢাকা: ‘এদেরও প্রাণ আছে এরাও কষ্ট পায়; পাশে দাঁড়ান’। এই স্লোগান নিয়ে ‘রাস্তার কুকুর’ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে ক্যাম্পেইন করছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) আট জন শিক্ষার্থীর একটি গ্রুপ। গত ১২ ডিসেম্বর থেকে রাজধানীর ধানমন্ডি এলাকায় এ ক্যাম্পেইন করেছে তারা।
ওই গ্রুপের তামজীদ ইসলাম নামে একজন বলেন, “রাস্তার কুকুর গুলো সব সময় অত্যাচারিত। এছাড়া কুকুর গুলোর থাকা, খাবার জায়গা নেই। সেটা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা ও মানবতা সৃষ্টির জন্য আমরা এই ক্যাম্পেইন করছি।”
তিনি জানান, রাস্তার কুকুর গুলোকে ভয় পাবার কিছু নেই। কারণ কুকুররা সব সময় প্রভূ ভক্ত হয়ে থাকে।
ক্যাম্পাইনের সময় নতুন প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা দেখেছেন তারা। এমনকি টিফিন বা অন্য খাবার কুকুর কে চরম আপন করে খাওয়াতে দেখা গেছে বলেও জানান তামজীদ।
আরেক শিক্ষার্থী সাইফুর রহমান বলেন, “কুকুররে প্রতি সংবদেনশীল আচরণ করার জন্য আমরা ধানমন্ডি এলাকায় এলাকাবাসী, স্কুল, কলজে শিক্ষার্থীদের সাথে কথা বলছি সচতেনতা তৈরি করার জন্য।”
বিজ্ঞপ্তি, সম্পাদনা: ময়ূখ