এলভিসের শেষ কনসার্ট

ডেস্কঃ ইন্ডিয়ানাপলিসের মার্কেট স্কয়ার অ্যারেনায় ১৯৭৭ সালের এই দিনে, অর্থাৎ ২৬ জুন, রক এন্ড রোলের জনক এলভিস প্রিসলির শেষ কনসার্ট অনুষ্ঠিত হয়। এ কনসার্টে এলভিসের গান শুনতে ১৮,০০০ মানুষের সমাগম হয়েছিল।
এ কনসার্টে এলভিসের গান শুনতে ১৮,০০০ মানুষের সমাগম হয়েছিল।
মোটামুটি সবক’টি জনপ্রিয় গানই সেদিন গেয়েছিলেন এলভিস। গান পরিবেশনার সময় এলভিসকে ফ্যাকাসে, দূর্বল এবং মেদবহুল দেখালেও তাকে মৃত্যু পথযাত্রী মনে হচ্ছিলো না মোটেও। তবে সেদিন মঞ্চে, এলভিস তার ব্যক্তিগত জীবনের প্রায় সকল ঘনিষ্ঠজনের সাথে উপস্থিত দর্শকদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন। কনসার্টে এলভিসের গাওয়া শেষ গানটি দেখতে ক্লিক করুন এখানে।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস