
ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসিসিপি শহরের গ্রেসল্যান্ডে অবস্থিত এলভিস প্রিসলি’র সমাধিক্ষেত্রে হাজারো ভক্তের শ্রদ্ধাভরা মিলনমেলায় পালিত হচ্ছে ‘কিং অফ রক অ্যান্ড রোল’র ৩৯তম মৃত্যুবার্ষিকী। ভক্তবৃন্দ প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে প্রিসলির সমাধিক্ষেত্র প্রদক্ষিণ করে। রাতের গভীরতা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি কোন প্রতিবন্ধকতাই নেভাতে পারেনি তাদের মোমবাতির আগুন।

শৈশবের প্রিসলি
সঙ্গীতের জনপ্রিয় ধারা রক অ্যান্ড রোল এর জনক হিসেবে খ্যাত এলভিস অ্যারন প্রিসলি ১৯৭৭ সালের ১৬ অগাস্ট অতিরিক্ত মাদক সেবন এবং নানান শারীরিক দুরবস্থায় জর্জরিত থাকাকালীন নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪২ বছর।
এদিকে, একই গ্রেসল্যান্ডে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন কার্যক্রম চলায় নিরাপত্তা জনিত কারনে এলভিস প্রিসলি’র সমাধিক্ষেত্র, প্রাক্তন বাসভবন ও বর্তমান জাদুঘরের আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্র: বিলবোর্ড ডটকম
প্রতিবেদন- এস. কে. সিদ্দিকী